কোয়ালিটি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | NigarBD
কোয়ালিটি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কোয়ালিটি ইন্সপেক্টর (QI) কি?
উত্তর: কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক অর্থাৎ কোয়ালিটি ইনস্পেক্টর(QI) অর্থ হল মান পরিদর্শক।
প্রশ্ন: গার্মেন্টস (Garments) অর্থ কি ?
উত্তর: গার্মেন্টস অর্থ হল পোশাক।
প্রশ্ন: AQL এর পূর্ণরূপ কি?
উত্তর: AQL এর পূর্ণরূপ হল Acceptable Quality Lebel অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।
প্রশ্ন: DTM এর Full Meaning কি?
উত্তর: DTM এর Full Meaning হল– Dying to Match অর্থাৎ রঙের সাথে মিল থাকা।
প্রশ্ন: HPS এর Full Meaning কি?
উত্তর: High Point Shoulder.
প্রশ্ন: এসপিআই (SPI) কি?
উত্তর: এসপিআই (SPI) হল Stitch Per Inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)।
প্রশ্ন: CB এর Full Meaning কি?
উত্তর: Centre Back
প্রশ্ন: GTM (জিটিএম) এর Full Meaning কি?
উত্তর: GTM (জিটিএম) এর Full Meaning হচ্ছে Garments Total Management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।
প্রশ্ন: LPS এর Full Meaning কি?
উত্তর: LPS এর Full Meaning হল Low Point shoulder.
প্রশ্ন: ডিফেক্ট বা অল্টার কত প্রকার?
উত্তর: ডিফেক্ট বা অল্টার তিন প্রকার। যথাঃ (১). Major Problem (২). Minor Problem (৩). Critical Problem
প্রশ্ন: ব্রকেন স্টিচ কি?
উত্তর: দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই । আর এই সেলাই এর কোন একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।
প্রশ্ন: স্কিপ স্টিচ(skip stich) কি?
উত্তর: সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ(skip stich)।
প্রশ্ন: প্লিট কি?
উত্তর: সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে তাকে বলা হয় প্লিট।
প্রশ্ন: ওপেন স্টিচ (open stich) কি?
উত্তর: সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এরিয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ(open stich)।
প্রশ্ন: একটি ইঞ্চি টেপে কত(সেঃমিঃ) cm থাকে?
উত্তর: একটি ইঞ্চি টেপে ১৫০(সেঃমিঃ) cm থাকে।
প্রশ্ন: একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি(inch) থাকে?
উত্তর: একটি ইঞ্চি টেপে 60 ইঞ্চি(inch) থাকে।
প্রশ্ন: একটি ইঞ্চি টেপে কত ফুট(fit) থাকে?
উত্তর: একটি ইঞ্চি টেপে ৫ ফুট(fit) থাকে।
প্রশ্ন: ১০ mm(মিঃমিঃ) সমান কত cm?
উত্তর: ১০ mm(মিঃমিঃ) সমান 1 cm.
প্রশ্ন: এক ইঞ্চি সমান কত cm?
উত্তর: এক ইঞ্চি = ২.৫৪ cm(সেমিঃ).
প্রশ্ন: ১ মিটার সমান কত cm?
উত্তর: ১ মিটার সমান ১০০ cm.
প্রশ্ন: ১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তর: ১ মিটার সমান 39.37 ইঞ্চি।
প্রশ্ন: ১.ডিফেক্ট কত প্রকার?
উত্তর: তিন প্রকার -মেজর. মাইনর. ক্রিটিক্যাল.
প্রশ্ন: ফেব্রিক defect কি কি?
উত্তর: fabric fault- knot, naps, hole, slub, color contamination/fly yarn, missing yarn, thick yarn, spot, weaving stop mark, lt/dk crease mark, shading patta, narrow goods, line mark, needle mark etc.
প্রশ্ন: iron defect কি ?
উত্তর: যে ডিফেক্ট আয়রন এর মাধ্যমে হয় তাকে আইরন ডিফেক্ট বলে যেমন crease mark shining mark.
প্রশ্ন: lay কি?
উত্তর: lay হল কাপড়ের প্রতিস্থাপন / বিস্তার। একটার উপর আরেকটা কাপড় বিছানো।
প্রশ্ন: shade কাকে বলে?
উত্তর: একই কাপড়ের মধ্যে রংয়ের পরিবর্তন হলে তাকে shade বলে
প্রশ্ন: cutt mark কাকে বলে?
উত্তর: cutt mark হল সেলাইয়ের আগে, সেলাইয়ের জন্য cutting থেকে যে mark দেওয়া হয় তাকে cutt mark বলে.
প্রশ্ন: লাইনে blue ও black card বলতে কি বুঝ?
উত্তর: লাইনে blue card হল technical problem. black card হল machine problem.
প্রশ্ন: Zipper কয়টি অংশ?
উত্তর: জিপারের পাঁচটি অংশ। যথা - ১. zipper tape 2.zipper teeth 3.Runner 4.puller 5.stopper
প্রশ্ন: নিডেল কত প্রকার ও কি কি? এবং কোন নিডেল কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর: Needle তিন প্রকার
১.sharp needle 2. Ball point needle. 3. Universal needle.
Sharp needle lock stc. ball point needle chain looper এবং universal
needle উভয় কাজে ব্যবহার করা হয়
প্রশ্ন: ওয়াস কত প্রকার ও কিকি?
উত্তর: Wash 5 প্রকার 1.Normal wash. 2.Enzyme wash.3.silicon wash 4.stone wash. 5.garment wash.
প্রশ্ন: marker কত প্রকার ও কি কি?
উত্তর: marker 4 প্রকার = ১.group marker, 2.solid Makkar, 3.selvedge/line marker, 4. way marker/all garments one way/one garments one way marker
প্রশ্ন: Fusing কত প্রকার ও কি কি?
উত্তর: ফিউজিং দুই প্রকার = 1. cotton fusing 2. paper fusing
প্রশ্ন: মেশিনে গেজ ব্যবহার করা হয় কেন?
উত্তর: সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য মেশিনে গেজ ব্যবহার করা হয়।
প্রশ্ন: মোকআপ কি? কেন ব্যবহার করা হয়?
উত্তর: mock up কাজের নমুনা এবং কাজের নমুনা বোঝার জন্য mock up ব্যবহার করা হয়।
প্রশ্ন: Trim card কি? Trim card কেনো ব্যবহার করা হয় ?
উত্তর: একটা গার্মেন্টসের জন্য যেসব পণ্য বা উপাদান ব্যবহার করা হয় সেসব উপাদানের approval card হল Trim card.
প্রশ্ন: process ও part পার্থক্য কি?
উত্তর: যা সেলাই করা হয় তা হল process ও যাকে সেলাই করা হয় তা হল part.
প্রশ্ন: 1 ইঞ্চিতে কত সেঃ মিঃ?
উত্তর: 1 ইঞ্চিতে ২.৫৪ সেন্টিমিটার প্রায়
প্রশ্ন: 1 ইঞ্চিতে কত সুতা?
উত্তর: ১ ইঞ্চিতে ৮ সুতা.
প্রশ্ন: measurement tape কি?
উত্তর: measurement tape হল পরিমাপ করার ফিতা।
প্রশ্ন: ৬০ ইঞ্চি measurement tape কি কি আছে?
উত্তর: measurement tape ১৫০০ মিলিমিটার 150 সেন্টিমিটার 60 ইঞ্চি 480 সুতা 1.66 গজ 5 ফুট।
প্রশ্ন: Contrastকাকে বলে?
উত্তর: ফেব্রিক কালার থেকে সুতার কালার ভিন্ন হলে তাকে contrast বলে.
প্রশ্ন: সীম অ্যালাউন্স কি?
উত্তর: গার্মেন্টসের বর্ধিত অংশকে সীম অ্যালাউন্স বলে।
প্রশ্ন: stitch কত প্রকার কি কি?
উত্তর: দুই প্রকার: 1. চেইন স্টিচ 2.লক স্টিচ
প্রশ্ন: thread কত প্রকার ও কি কি?
উত্তর: thread 4 প্রকার-1.Cotton thread 2.polyester thread 3.silicon thread 4.lylon thread
গার্মেন্টস সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ Full_Meaning:
SP= shoulder point
HPS=high point shoulder
DN=double needle
BND=back neck drop
FND=Front neck drop
GSM= Grams per square meter
UPC=universal product code
PPM=pre-production meeting
SPI=stitch per inch
CAD=Computer -Aided Design
KPI= key performance indicator
SRM =Supplier Relationship Management.
QS=Quality system
SPI = stitch Per inch.
DHU=defect hundred Per inch
RN=Registration Number
RQS =Requirement for quality system
RFT= Right fist time.
QMS= Quality management system
A.Q.L=Acceptable Quality Level.
O.Q.L=Observed Quality Level.
D.H.U=Defect Per Hundred Unite.
D.T.M=Dying To Match.
S.P.I=Stitch Per Inch.
E.P.Z= Export processing zone
B.G.M.E.A=Bangladesh Garments Manufacturer and Exporter Association.
B.K.M.E.A=Bangladesh Knitwear Manufacturing and Export Association.
F.L=Front Length.
F.P.L=Front Placket Length.
C.B.L=Center Back Length.
B.W=Back Width.
S.O.P=Standard Operating Procedure.
H.P.S=High Point Shoulder.
G.P.Q=Guideline For Production & Quality.
I.S.O=International Standardization Organization.
F.O.B=Free On Boat.
T.O.D=Time Of Delivery.
L.O.G.G=Label Of Graded Goods.
C.M=Cost Of Manufacturing.
L.C=Letter Of Credit.
L.G=Letter Of Guarantee.
C.M.T=Cutting Making and Trimming.
C.F=Center Front.
L.W=Length Width.
C.C=Carbon Copy.
S.N.T.S=Single Needle Top Stitch.
D.N.TS=Double Needle Top Stitch.
P.Q.S=Production Quality Shipment.
P.P.S=Pre Production Sample.
P.P.M=Pree Production Meeting.
B/D=Button Down.
K/C=Kent Collar.
S/S=Short Sleeve.
L/S=Long Sleeve.
K/S=Kansai Special.
O/L=Over Lock.
P/M=Plain Machine.
T/ N=Two Needle.
S.K.U=Store Keeping Unit.
D.H.C=Defect Hundred Counting.
UVM=Universal Volume Manager.
U.P.C=Universal Product Code.
M.T.L=Meccanizing Test Laboratory.
F.R.I=Final Random Inspection.
Q.I.R=Quality Inspection Rating.
P.O.M=Point Of Measurement.
S.S P=Shippable Single Pack.
S.Q.C= Statistical Quality Control.
T.Q.M=Total Quality Management.
I.T.S=Intertek Testing Service.
G.S.M=Grams Per Square Metter.
G.M.S=Garments Manufacturing Service.
B.P.O=Buyer Purchas Order.
I/O=Internal Order.
P.D=Production Director.
M.D=Managing Director.
A.P.M=Assistant Production Manager.
P.M=Production Manager.
A.Q.M= Assistant Quality Manager.
Q.M= Quality Manager
A.G.M= Assistant General Manager
G.M=General Manager
H.O=Head of Operation

লেখক:
মোঃ রাজিব হাসান
কোয়ালিটি অডিটর
ইলমিয়াত এ্যাপারেল্স লিমিটেড
+8801786-276199
মোঃ রাজিব হাসান
কোয়ালিটি অডিটর
ইলমিয়াত এ্যাপারেল্স লিমিটেড
+8801786-276199
